অনেকেই জানেন না, আধার কার্ড দিয়েই ঋণ পেতে পারেন আপনি। জেনে নিন, কীভাবে পাবেন ঋণের সুবিধা।

আপনার আধার কার্ডের সাহায্যে কোনও সমস্যা ছাড়াই ব্যক্তিগত ঋণ (Personal Loan)-এর জন্য আবেদন করতে পারেন।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সহ অনেক ব্যাঙ্ক তাদের গ্রাহকদের আধার কার্ডে ঋণ দেয়।

তবে কেবল আধার কার্ড থাকলেই যে সবাই ঋণের জন্য বিবেচিত হবেন এমনটা নয়। এই ঋণ নেওয়ার আগে ক্রেডিট স্কোর জানা গুরুত্বপূর্ণ বিষয়।

750 এর বেশি ক্রেডিট স্কোর থাকলে যেকোনও গ্রাহক সহজেই আধার কার্ডে ঋণের আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে আপনি আরও সুবিধা পাবেন।

ব্যাঙ্কগুলি এই ধরনের ক্রেডিট বা সিবিল স্কোর থাকলে কম সুদে ঋণ দেয়।

আধার কার্ডের মাধ্যমে ঋণ পেতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যান। ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মাধ্যমেও ব্যক্তিগত ঋণের আবেদন করতে পারেন।

এবার আপনার মোবাইল ফোনে প্রাপ্ত OTP লিখুন। এখানে ব্যক্তিগত ঋণের বিকল্পটি নির্বাচন করুন।

এবার আপনার জন্ম তারিখ ও ঠিকানা-সহ ঋণের পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখে আবেদনপত্র পূরণ করুন।

এইসব কাজ শেষ হয়ে গেলে ব্যাঙ্ক থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।