ত্বকের তেলতেলে ভাব কমায়

পুদিনা পাতা বেটে ব্রণর উপর লাগান

পুদিনা পাতার গুণ অসীম

রাতে পুদিনা পাতার রস লাগান পিম্পলের উপর

পুদিনা পাতার গুণের শেষ নেই

মাসখানেক ফেসপ্যাকের সঙ্গে ব্যবহার করুন

১৫ মিনিট পুদিনা পাতা জলে ভিজিয়ে রাখুন

অ্যালোভেরার রসের সঙ্গে মিশিয়ে প্যাক বানান

পুদিনা পাতার গুণে সানবার্ন কমে

অ্যালেভেরা ও পুদিনার মিশ্রণ লাগান রাতে।

ত্বকে তেলতেলে ভাব?

পুদিনা পাতা বেটে লাগালে অতিরিক্ত তেল বের হওয়া কমবে।

টোনার হিসেবেও ব্যবহার করুন

গোলাপ জল ও পুদিনার রস মিশ্রিত করে লাগান।

পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট

১ কাপ পুদিনা পাতার চা বা সরবত পেটের সমস্যা সমাধান করে

স্নানের জনে পুদিনার রস মিশিয়ে স্নানে উপকার হয়।

পুদিনার জল