আসল ভেবে নকল আধার কার্ডকে আগলে রাখছেন? প্রতারকদের ফাঁদে পা দিয়ে অজান্তেই হারিয়ে ফেলছেন পরচিয়পত্রের গোপন নথি ?

মাত্র কয়েকটা ধাপ পেরোলে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল।

সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক।তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

সম্প্রতি আধার আধার কার্ডের প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)।

আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন।

১২ সংখ্যার নম্বর মানেই আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গেলে বুঝে যাবেন সত্যি-মিথ্যে।

প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন।

এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান। এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন

পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।

যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল।