আসল ভেবে নকল আধার কার্ডকে আগলে রাখছেন? প্রতারকদের ফাঁদে পা দিয়ে অজান্তেই হারিয়ে ফেলছেন পরচিয়পত্রের গোপন নথি ?
মাত্র কয়েকটা ধাপ পেরোলে নিজেই বুঝতে পারবেন কোনটা আসল কোনটা নকল।
আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন।
১২ সংখ্যার নম্বর মানেই আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গেলে বুঝে যাবেন সত্যি-মিথ্যে।
এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান। এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন
পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন।