এথনিক লুকে করিশ্মা কপূর

এথনিক লুকে করিশ্মা কপূর বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর বরাবরই ফ্যাশন ডিভা। ন’য়ের দশকে তিনি যখন বলিউডের প্রথমসারির অভিনেত্রী ছিলেন, সেই সময় থেকেই তাঁর পোশাক সবার দৃষ্টি কেড়ে নেয়। এখনও তার বদল ঘটেনি।

ABP Ananda
এথনিক লুকে করিশ্মা কপূর

এথনিক লুকে করিশ্মা কপূর সব ধরনের পোশাকেই ভাল লাগে করিশ্মাকে। তবে চিরাচরিত ভারতীয় পোশাকে তাঁকে আরও বেশি ভাল লাগে। এথনিক পোশাক পরতে ভালবাসেন এই অভিনেত্রী।

ABP Ananda
এথনিক লুকে করিশ্মা কপূর

এথনিক লুকে করিশ্মা কপূর শাড়ি, কুর্তা, লেহঙ্গা সহ বিভিন্ন ধরনের এথনিকে অসাধারণ সুন্দরী লাগে করিশ্মাকে।

ABP Ananda
এথনিক লুকে করিশ্মা কপূর

এথনিক লুকে করিশ্মা কপূর সম্প্রতি রণবীর কপূর-আলিয়া ভট্টের বিয়ের অনুষ্ঠানে শাড়িতে দেখা যায় করিশ্মাকে। নবদম্পতির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর বয়স যেন করিশ্মার সৌন্দর্যে কিছুতেই থাবা বসাতে পারছে না। বরং বয়স যত বাড়ছে, ততই আরও মার্জিত হচ্ছেন এই অভিনেত্রী।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার, চারবার ফিল্মফেয়ার পেয়েছেন করিশ্মা। এখন অবশ্য তিনি বলিউড থেকে কিছুটা দূরেই থাকেন।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর করিশ্মার বিখ্যাত ছবিগুলির মধ্যে রয়েছে ‘হিরো নাম্বার ওয়ান’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হসিনা মান জায়েগি’, ‘দুলহন হাম লে জায়েঙ্গে’, ‘হাম সাথ সাথ হ্যায়’।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর অনবদ্য অভিনয়ের মাধ্যমে ‘ফিজা’ ও ‘জুবেইদা’ ছবিতে নজর কেড়ে নেন করিশ্মা। এই দু’টি ছবির জন্যই তিনি ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর সম্প্রতি ওয়েবসিরিজে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। রিয়েলিটি শোয়ে বিচারকের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।

ABP Ananda

এথনিক লুকে করিশ্মা কপূর ১৯৯১ সালে বলিউডে অভিষেক হয় করিশ্মার। চলতি শতকের গোড়ার দিক পর্যন্ত তিনি বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ছিলেন। পরে অবশ্য তিনি ধীরে ধীরে বলিউড থেকে সরে আসেন।

ABP Ananda