ABP Ananda

জীবনে এগিয়ে যেতে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন পেতে পারেন।

ABP Ananda

মানসিক চাপ কাটিয়ে উঠতে পারেন। অজানা উৎস থেকে অর্থাগম হতে পারে।

ABP Ananda

চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের আরও ভাল কাজ করতে হবে। সময় থাকতে সচেতন হন

কঠোর পরিশ্রমের পরে অবশ্যই সাফল্য পাবেন, তাই নিজেকে সক্রিয় রাখার দরকার।

এড়িয়ে যেতে পারলে সবচেয়ে ভালো। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন।

অফিসে বসের সঙ্গে মিটিং হতে পারে, তাই তার উল্লেখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে ভুলবেন না।

আজ ব্যস্ততার মধ্যে কাটতে পারে। অন্যদিকে কিছু ঘরোয়া সমস্যাও বাড়তে পারে।

অপ্রিয় বাক্য বলার আগে ভাবুন। সন্দেহজনক আর্থিক প্রলোভনে পা দেবেন না।

সন্ধের দিকে কোন সুসংবাদ পেতে পারেন।

কোন খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে বিবেচনা করে নিন।

আজকের দিনে সঞ্চয়ের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।

হাসিখুশি থাকুন, ভালো পারিবারিক সময় কাটাবেন।