আপনি কি কখনও ভেবে দেখেছেন, কারও মৃত্যুর পরে Aadhaar ও PAN Card-এর কী হয় ? জেনে নিন, কারও মৃত্যুর পরে এই দুই কার্ডের কী করবেন।
আয়কর রিটার্ন দাখিল করার জন্য প্যান কার্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। তাই এই কাজ সম্পূর্ণরূপে বন্ধ না হওয়া পর্যন্ত তা রেখে দিতে হবে।
এই PAN Card জমা করার আগে মৃত ব্যক্তির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য ব্যক্তির নামে স্থানান্তর বা বন্ধ করতে হবে।