কাজু বাদাম, দুধ, চিনি দিয়ে তৈরি কাজু বরফি খেতে পছন্দ করে ছোট থেকে বড় সকলেই নতুন বছর শুরু হোক মিষ্টিমুখ করে, বাড়িতে বানিয়ে ফেলুন রসগোল্লা গরম ভাতের সঙ্গে বিউলি ডাল আর আলু পোস্ত, বহু বাঙালির পছন্দের খাবার, পোস্তবাটা দিয়ে কিংবা উপর থেকে পোস্ত ছড়িয়েও রান্না করতে পারেন জিভে জল আনা কষা মাংস রান্না করা যেমন সহজ, তেমনই সুস্বাদু বানিয়ে ফেলুন নিরামিষ পোলাও, খেতে পারবেন আলুর দম থেকে কষা মাংসের সঙ্গে আলুর দম খেতে ভালোবাসেন না, এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া মুশকিল পয়লা বৈশাখের এই বিশেষ দিনে লুচির সঙ্গে ছোলার ডাল অত্যন্ত জনপ্রিয় পয়লা বৈশাখের এই বিশেষ দিনে গরম গরম লুচি যদি পাতে থাকে, তাহলে আরও জমজমাট হয়ে ওঠে