ভাতের সঙ্গে ধনেপাতা বাটা, অল্প দই আর কাঁচালঙ্কা মিশিয়ে খেয়ে দেখুন

নানা খাবারের সঙ্গে খাওয়া হয় ধনেপাতার চাটনি, তৈরি করতে ধনেপাতা, কাঁচালঙ্কা, বিটনুন আর অল্প লেবুর রস দিয়ে বেটে নিন

ধনেপাতা, নারকেল এবং কাঁচা লঙ্কা দিয়ে তৈরি পেস্ট দিয়ে রান্না করা হয় মটন

ধনেপাতা বাটা, নানারকমের সব্জি, ডিম এবং রসুন দিয়ে ভাজা ভাজা করে নিন ভাত

শশা আর ধনেপাতা দিয়ে তৈরি করে ফেলতে পারেন স্মুদি, গরমকালে ম্যাজিকের মতো কাজ করবে এই পাণীয়

ধনেপাতা বাটা, দই, আর মশলা দিয়ে ম্যারিনেট করুন মুরগির মাংস তারপর তা রান্না করুন

ধনেপাতা, অ্যাভোক্যাডো, দই আর লেবুর রস মিক্সিতে বেটে নিন, খেতে পারেন, ভাত, রুটি, পরোটার সঙ্গে

পেঁয়াজ, সব্জি, লেবুর রস দিয়ে তৈরি স্যুপে মিশিয়ে দিন ধনেপাতা, ওজন কমবে দ্রুত

অতিরিক্ত ঝাল বা অত্যধিক নুন কমে যাবে নিমেষে, রান্নায় মিশিয়ে দিন ধনেপাতা