মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিশেষ যোজনা রয়েছে LIC-র। 'আধার শিলা' পলিসিতে দিনে ২৯ টাকা জমিয়ে মেয়াদ শেষে ৪ লক্ষ টাকা পেতে পারেন।
এই পলিসির নাম আধার শিলা রাখার বিশেষ কারণ রয়েছে LIC-র। মূলত, আধার কার্ড রয়েছে এমন মহিলারাই 'আধার শিলা' পলিসি করতে পারবেন।
পলিসি শুরুর ৫ বছরের মধ্যে আমানতকারীর মৃত্যু হলে বিমার Sum Assured-এর সম পরিমাণ টাকা দেবে LIC।
LIC-র এই পলিসিতে মহিলারা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক নিয়মে প্রিমিয়াম জমা দিতে পারবেন। কোনও কারণে প্রিমিয়াম দিতে না পারলে রয়েছে ৩০ দিন ছাড়।
'আধার শিলা' (Aadhaar Shila)পলিসির মেয়াদ পূর্ণ হলে একসঙ্গে টাকা তুলতে পারেন আমানতকারী। চাইলে মাসে মাসেও এই টাকা নিতে পারেন বিমাকারী।