মহিলাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বিশেষ যোজনা রয়েছে LIC-র। 'আধার শিলা' পলিসিতে দিনে ২৯ টাকা জমিয়ে মেয়াদ শেষে ৪ লক্ষ টাকা পেতে পারেন।

এই পলিসির নাম আধার শিলা রাখার বিশেষ কারণ রয়েছে LIC-র। মূলত, আধার কার্ড রয়েছে এমন মহিলারাই 'আধার শিলা' পলিসি করতে পারবেন।

আধার কার্ড রয়েছে এমন মহিলারাই এই পলিসি করতে পারবেন।তবে সেই ক্ষেত্রে আমানতকারীর বয়স ৮-৫৫ বছরের মধ্যে হতে হবে

পলিসি শুরুর ৫ বছরের মধ্যে আমানতকারীর মৃত্যু হলে বিমার Sum Assured-এর সম পরিমাণ টাকা দেবে LIC।

যদি বিমা করার পাঁচ বছরের পর আমানতকারীর মৃত্যু হয়, সেই ক্ষেত্রে Sum Assured-এর পাশাপাশি বোনাসও দেবে বিমা সংস্থা।

আধার শিলা' পলিসির মেয়াদ পূর্ণ হলে মহিলা ৪ লক্ষ টাকা পাবেন। এর মধ্যে ২ লক্ষ টাকা বিমার নিশ্চিত প্রাপ্য অর্থ(Sum Assured) ছাড়াও ২ লক্ষ টাকার বোনাস।

LIC-র এই পলিসিতে মহিলারা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক ও বার্ষিক নিয়মে প্রিমিয়াম জমা দিতে পারবেন। কোনও কারণে প্রিমিয়াম দিতে না পারলে রয়েছে ৩০ দিন ছাড়।

'আধার শিলা' (Aadhaar Shila)পলিসির মেয়াদ পূর্ণ হলে একসঙ্গে টাকা তুলতে পারেন আমানতকারী। চাইলে মাসে মাসেও এই টাকা নিতে পারেন বিমাকারী।

প্রয়োজনে ২ বছর এই পলিসি চালানোর পর তা সারেন্ডার করতে পারেন পলিসি হোল্ডার।তিন বছর পর পলিসি থেকে ঋণ নিতে পারেন বিমাকারী।