বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে 'জার্সি' ছবিতে গত বছর থেকে একের পর এক হিট নায়কের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর কখনও 'ধামাকা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে, কখনও আবার শাহিদ কপূরের বিপরীতে 'জার্সি' ছবিতে কলেজে পড়াকালীন তিনি অভিনয় করেন 'মুঝসে কুছ কহেতি হ্যায় ইয়ে খামোশিয়া' ধারাবাহিকে ছোট পর্দা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় ম্রুণাল ঠাকুরের, বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত সেহগল 'লভ সোনিয়া' ছবি দিয়ে বড় পর্দায় জার্নি শুরু হয় ম্রুণাল ঠাকুরের ম্রুণাল ঠাকুরকে বড় পর্দার দর্শক চিনেছে মূলত 'সুপার থার্টি' ছবি দিয়ে 'সুপার থার্টি' ছবিতে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করার পরই ম্রুণালকে দেখা যায় জন আব্রাহামের বিপরীতে 'বাটলা হাউজ' ছবিতে ফারহান আখতারের ছবি 'তুফান'-এ দেখা যায় তাঁকে, সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'জার্সি' শোনা যাচ্ছে, অভিমন্যু দাসানি, ঈশান খট্টর এবং আদিত্য রয় কপূরের বিপরীতে বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে