আজ এবি ডিভিলিয়ার্সের জন্মদিন, ৩৯ পূরণ করলেন তিনি ১৯৮৪ সালের ১৭ ফেব্রুয়ারি জন্ম হয় এবিডির আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুতগতির অর্ধশতরান, দ্রুতগতির শতরান ও দ্রুততম দেড়শো রান এবিডির ঝুলিতে ২০১৫ সালে ১৬ বলে অর্ধশতরান পূরণ করেন, ৩১ বলে সেঞ্চুরি করেন সর্বোচ্চ ৩৩৮.৬৩ স্ট্রাইক রেটে ৪৪ বলে ১৪৯ রান করেছিলেন এবিডি একমাত্র ব্য়াটার যিনি একশোর বেশি স্ট্রাইক রেট ও ৫০-র বেশি গড়ে দু হাজার বা তার বেশি রান করেছেন টেস্টে প্রথমবার শূন্য রানে আউট হওয়ার আগে ৭৮টি ইনিংস খেলেছিলেন এবিডি