সামনেই মুক্তি পাবে ইশা সাহার নতুন ছবি 'মিথ্যে প্রেমের গান', বিপরীতে অনির্বাণ ভট্টাচার্য্য ও অর্জুন চক্রবর্তী

ছবিতে ইশার চরিত্র একজন সাংবাদিকের, যদিও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছে মিউজিক

ইশার চরিত্রের নাম অন্বেষা, এই ছবির গল্প ত্রিকোণ প্রেম ও শাস্ত্রীয় এবং রক মিউজিকের।

ছবির প্রচারে এসে এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে মুখ খুললেন ইশা।

ইশা বললেন, 'আমরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে নিজেদের মেলে ধরছি, আমার ভয় করে, সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে'

ইশার কথায়, 'কিছু অনুভূতি ব্যক্তিগত থাকা দরকার। তাতে আমি, আমি থাকব।'

ইশার মতে, 'মানুষ আমার ব্যক্তিসত্তাটাকে খুব বেশি জেনে গেলে আমি যে চরিত্রে অভিনয় করব তার সঙ্গে একাত্ম হতে পারবেন না আর'

ইশার কথায়, 'আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে আকর্ষণ আর ম্যাজিকটা বজায় থাকবে।'