সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আডবাণী। সূত্রের খবর অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি বিয়ের মূল অনুষ্ঠান হবে। শনিবার জয়সলমেরের উদ্দেশে রওনা দিয়েছেন হবু বর-কনে। মুম্বইয়ের বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন কিয়ারা। রাজস্থানে পৌঁছেও ক্যামেরবন্দি হন, সঙ্গে ছিলেন মণীশ মালহোত্র। অন্যদিকে এদিন দিল্লিতে নিজের বাসভবন থেকে গাড়িতে বের হতে দেখা যায় সিদ্ধার্থকে। বাড়ির সামনে বিয়ের মালপত্র গাড়িতে তুলতে দেখা যায় সিডের মা-দাদাকে। ২০২১ সালে 'শেরশাহ' ছবির শ্যুটিং চলাকালীনই তাঁরা ডেট করতে শুরু করেন বলে শোনা যায়। সিদ্ধার্থ ও কিয়ারা কখনও প্রকাশ্যে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেননি। কিন্তু 'কফি উইথ কর্ণ'-এর শেষ সিজনে কিয়ারা বলেন যে তিনি ও সিদ্ধার্থ 'ভাল বন্ধুর থেকেও বেশি'।