ফের শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবিতে নায়িকা মিমি চক্রবর্তী সূত্রের খবর, মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হবে নতুন ছবির শ্যুটিং। সূত্রের খবর, থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে এই প্রথমবার মিমির সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। প্রেম নয়, এই ছবি থ্রিলার ঘরানার। পর্দায় তুলে ধরা হবে একটি বিশেষ ঘটনাকে শোনা যাচ্ছে, কলকাতা, বোলপুর ও আশেপাশের অঞ্চলে হবে ছবির শ্যুটিং। তবে উইন্ডোজের সঙ্গে এই প্রথম কাজ করছেন না আবির। 'উইন্ডোজ'-এর প্রযোজনায় সামনেই মুক্তি পাবে আবিরের নতুন ছবি 'ফাটাফাটি' এই ছবিতে ঋতাভরী চক্রবর্তী-র সঙ্গে জুটি বাঁধছেন আবির। প্রযোজনায় নন্দিতা ও শিবপ্রসাদ এই প্রথম শিবপ্রসাদ নন্দিতা পরিচালিত ছবিতে নায়ক হিসেবে থাকবেন আবির।