তারকাদের এয়ারপোর্ট লুক নিয়ে সবসময়েই চর্চা হয় নেটিজেনদের মধ্যে। এবার এয়ারপোর্ট লুকে নজর কাড়লেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। বেশ স্পোর্টি লুকে এয়ারপোর্টে দেখা গিয়েছে রশ্মিকাকে। তারকার পরনে ছিল নেভি ব্লু ডেনিম। সঙ্গে গ্রে শেডের ট্যাঙ্ক টপ। পায়ে সাদা স্পোর্টস শু, চোখে কালো সানগ্লাস, মাথায় টুপি- সব মিলিয়ে অভিনেত্রীর লুক নজর কেড়েছে। রশ্মিকার হাতে ছিল একটি জ্যাকেট। সেটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে নেটিজেনদের। এয়ারপোর্টে ফ্যান এবং পাপারাৎজির উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা গিয়েছে রশ্মিকাকে। এর আগেও নিজের ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টে নজর কেড়েছেন রশ্মিকা। দক্ষিণী ছবির এই তারকা বর্তমানে বলিউডেও সমান জনপ্রিয়। বিটাউনের ছবিতে ডেবিউও হয়ে গিয়েছে রশ্মিকা মন্দানার।