অভিনেতা জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের জন্মদিন। ইতিমধ্যেই তিনি নিজের নাচ ও অ্যাকশন স্কিল দিয়ে দর্শকের মন জয় করেছেন।

বলিউডে কাটিয়ে ফেলেছেন ৯ বছর। ২০১৪ সালে 'হিরোপন্থি' ছবির হাত ধরে ডেবিউ।

২০১৬ সালে 'বাঘি', তার দ্বিতীয় ভাগ 'বাঘি ২' ও ২০১৯ সালের 'ওয়ার' ছবি টাইগারকে বিশেষ জনপ্রিয়তা এনে দেয়।

টাইগার শ্রফের আসল নাম জয় হেমন্ত শ্রফ। ছোটবেলায় বাঘের মতো কামড়ে দেওয়ার অভ্যাস ছিল টাইগারের। তাই জ্যাকি ছেলের নাম বদলে দেন।

টাইগার শ্রফ মার্শাল আর্টসে ট্রেনিং প্রাপ্ত। স্পোর্টসেও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। অভিনয়ে বিশেষ ঝোঁক তাঁর কোনওদিনই ছিল না।

টাইগার শ্রফ ও শ্রদ্ধা কপূর ছোটবেলার বন্ধু। তাঁরা একসঙ্গে 'অ্যামেরিকান স্কুল অফ বম্বে'তে পড়াশোনা করেন। 'বাঘি' ছবিতে জুটি বাঁধেন তাঁরা।

২০০৯ সালে 'ফৌজি' টিভি শোয়ের মুখ্য চরিত্রের অফার পান টাইগার। কিন্তু টেলিভিশনে আত্মপ্রকাশ করে ছবিতে আসতে চাননি তিনি, ফলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

টাইগার মনে করেন আমির খান একমাত্র অভিনেতা যাঁকে নায়ক হিসেবে পুজো করা যায়।

'ধুম ৩' ছবির সময় আমির খানের জিম সেশনে সাহায্য করেছিলেন টাইগার শ্রফ।

ঝকঝকে ত্বক, সুন্দর চোখ, দুর্দান্ত ফিজিক থাকা সত্ত্বেও বাবা জ্যাকি শ্রফের মতো লম্বা না হওয়ার আক্ষেপ রয়েছে টাইগারের।