রকমারি খাবারের সম্ভার নিয়ে হাজির এবিপি আনন্দ 'খাইবার পাস' মুঘলাই থেকে শুরু করে বাঙালি রান্না 'এবিপি আনন্দ খাইবার পাস'-এ হাজির জিভে জল আনা খাবার রয়েছে কলকাতার নামি দামি রেস্তোরাঁর বিভিন্ন ধরনের কাবাব কলকাতার প্রায় সমস্ত নাম করা মিষ্টির স্টল রয়েছে এবিপি আনন্দ 'খাইবার পাস' এ ক্ষীরের সন্দেশের ওপর চকোলেটের প্রলেপ, দেখে জিভে জল আসতে বাধ্য নবদ্বীপের লাল দই থেকে শুরু করে রয়েছে আম দই, স্ট্রবেরী, ব্লু বেরি দইয়ের ফিউশন রয়েছে সামুদ্রিক খাবারের সম্ভার, অক্টোপাস স্যালাড থেকে শুরু করে হরেক রকমের পদ সুযোগ কেবল আগামীকাল পর্যন্ত, ভোজনবিলাসীদের ঠিকানা হোক 'এবিপি আনন্দ খাইবার পাস'