আজ জন্মদিন বলিউডে অন্যতম দাপুটে অভিনেতা সৌরভ শুক্লর

যাঁর পাশে বলিউডের তাবড় নায়কদের ফিকে লাগে, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

থিয়েটার থেকে অভিনেতা হিসেবে তাঁর জার্নি শুরু হয়, বলিউডে প্রথম সুযোগ দেন শেখর কপূর

রামগোপাল ভার্মার কালজয়ী ছবি 'সত্যা' সৌরভ শুক্লর কেরিয়ারের অন্যতম বড় ব্রেক

সিরিয়াস চরিত্র হোক কিংবা কমেডি, যেকোনও চরিত্রতেই অভিনয় করায় তিনি স্বচ্ছন্দ

টেবল টেনিসেও তিনি তুখোড়, রাজ্য ও জাতীয় স্তরে এক সময় চুটিয়ে খেলেছেন

অভিনয়ের পাশাপাশি বই পড়তে খুবই ভালোবাসেন শ্যুটিংয়ের ফাঁকেও সময় পেলেই বই পড়া অভ্যাস

অভিনয় করতে করতেই তিনি বহু ছবি যেমন লিখেছেন, তেমন পরিচালনাও করেছেন

ছোট থেকেই সৌরভ শুক্লর স্বপ্ন ছিল তিনি ছবি তৈরি করবেন

তাঁর মা দেশের প্রথম তবলা শিল্পী আর তাঁর বাবা একজন কণ্ঠশিল্পী