পূজা হেগড়ে

পূজা হেগড়ে ‘রাধে শ্যাম’ মুক্তি পাওয়ার পর থেকেই প্রভাসের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। এ বিষয়ে মুখ খুললেন পূজা হেগড়ে।

ABP Ananda
পূজা হেগড়ে

পূজা হেগড়ে পূজা বলেছেন, ‘আমার মনে হয়, মাঝেমাঝে নেতিবাচক আলোচনাই লোকজনের বেশি পছন্দ হয়। যে কথা বলা হচ্ছে, সেটা সত্যি না হলেও, লোকজন আলোচনা করতে ভালবাসে।’

ABP Ananda
পূজা হেগড়ে

পূজা হেগড়ে পূজা আরও বলেছেন, ‘আমি সোশ্যাল মিডিয়ায় সবসময় ইতিবাচিক বিষয়ই দেখতে চাই। এমনিতেই প্রচুর নেতিবাচক জিনিস আছে। আমি আর নতুন করে কিছু চাই না।’

ABP Ananda
পূজা হেগড়ে

পূজা হেগড়ে চলচ্চিত্র মহলে খবর, ‘রাধে শ্যাম’-এর শ্যুটিং চলাকালীন সেটে প্রভাস ও সামান্থা প্রভুর সঙ্গে কথা বলা তো দূর, চোখও মেলাতেন না পূজা। এ বিষয়েই মুখ খুললেন এই অভিনেত্রী।

ABP Ananda

পূজা হেগড়ে এর আগে ইউভি ক্রিয়েশনসের পক্ষ থেকেও বলা হয়, পূজা ও প্রভাস পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল। তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে বলে যে খবর রটেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

ABP Ananda

পূজা হেগড়ে ইউভি ক্রিয়েশনসের পক্ষ থেকে আরও বলা হয়, পূজা নির্দিষ্ট সময়েই সেটে পৌঁছে যেতেন। তাঁর সঙ্গে কাজ করতে গিয়ে কারও কোনও সমস্যা হয়নি।

ABP Ananda

পূজা হেগড়ে ‘রাধে শ্যাম’-এর পরিচালক রাধাকৃষ্ণ কুমার দাবি করেছেন, ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। ৪০০ কোটি টাকারও বেশি লাভ হয়েছে। যদিও অনেকের দাবি, তিনি ভুল তথ্য দিচ্ছেন।

ABP Ananda

পূজা হেগড়ে পূজা এ বিষয়ে বলেছেন, কোন ছবি সাফল্য পাবে আর কোন ছবি সাফল্য পাবে না, সেটা ভাগ্যের উপর নির্ভর করে। তাই তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

ABP Ananda

পূজা হেগড়ে এরপর পূজাকে দেখা যাবে তামিল ছবি ‘বিস্ট’-এ। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে বিজয়কে।

ABP Ananda

পূজা হেগড়ে এরই মধ্যে জিমের বাইরে দেখা গেল পূজাকে। তাঁর পরনে ছিল গোলাপি পোশাক।

ABP Ananda