টপ-এন্ড র‍্যাংলারের দাম ৬০ লক্ষ টাকা। অফরোডের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে গাড়ি। রুবিকনে রয়েছে বিশেষ অফ-রোড টায়ার।

গাড়ি চালানোর সময় মনে হবে, রাস্তা থেকে অনেক উঁচুতে বসেছেন আপনি। যা দূর পর্যন্ত দেখতে সাহায্য করবে।

টায়ারের আওয়াজ শোনা যায় রুবিকনে। অসাধারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে রাস্তার সব বাধা সহজেই অতিক্রম করে এই গাড়ি।

বিশাল বড় গাড়ি হলেও র‍্যাংলার রাস্তায় পিছিয়ে পড়ে না। যখন খুশি গাড়িতে পিক আপ নিতে পারেন আপনি।

চামড়ায় ঢাকা ড্যাশবোর্ড ও আরামদায়ক আসনগুলি আপনাকে কেবিনে স্বস্তি দেবে। টাচস্ক্রিন যথেষ্ট বড়, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো রয়েছে গাড়িতে।

কংক্রিটের রাস্তা ছাড়াও জঙ্গলে রুবিকন চালিয়ে আনন্দ পাবেন। অফরোডার হওয়ায় রাস্তা কামড়ে চলে এই গাড়ি।

অফরোডিংয়ের সময় এর হার্ডকোর রক-ট্র্যাক 4x4 সিস্টেম দারুণ কাজে আসে। গাড়ি লাফালেও সমস্যা হবে না।

জিপের গাড়ি হওয়ায় এমনিতেই রাস্তায় ভরসা জোগাবে এই গাড়ি। দ্রুত গতিতে গাড়ি ঘোরালেও উল্টে যাওয়ার সম্ভাবনা কম।

ভারতে এই গাড়ির প্রতিদ্ব্ন্দ্বী হতে পারে মহিন্দ্রা থার। শোনা যাচ্ছে, থারের ৫ দরজার অপশন আনতে চলেছে কোম্পানি।