ভিকি কৌশলের হাত ধরে কোথায় চললেন ক্যাটরিনা কাইফ? নেট দুনিয়ায় তাঁদের সাম্প্রতিক ছবি ভাইরাল এদিন পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ভিকি-ক্যাটরিনা তাঁদের দুজনকে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বাড়ির বাইরে দেখা যায় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দুজনের পরনেই ছিল পার্টির পোশাক দুই তারকার পোশাক দেখেই নেট নাগরিকরা আন্দাজ করার চেষ্টা করছেন, পার্টি কতটা মজাদার হতে চলেছে ফারহান আখতারের বাড়ির বাইরে দুই তারকাকে হাসিমুখে দেখা গেল ভিকি কৌশলকে দেখা যায় ক্যাজুয়াল শার্টের সঙ্গে নীল জিনসে অন্যদিকে ক্যাটরিনা কাইফ পরেছিলেন প্রিন্টেড শর্ট ড্রেস সঙ্গে মানানসই জুতো