এবার সায়েন্স ফিকশন ছবির মুখ্যভূমিকায় রজতাভ দত্ত, বলবেন ভিনগ্রহের প্রাণীর গল্প! আজ এবিপি লাইভে প্রকাশ পেল নতুন ছবি 'কোহিনূর'-এর প্রথম পোস্টার। প্যারালাল পৃথিবী, এলিয়ান, স্পেসসিপ.. এই সমস্ত কিছুই থাকবে গল্প, উচ্ছ্বসিত রজতাভও। রজতাভ বলছেন, 'সায়েন্স ফিকশন গল্পকে পর্দায় তুলে ধরার জন্য বেশ কঠিন একটা বিষয়' এই ছবির অন্যান্য ভূমিকায় রয়েছেন, সৌরভ দাস, মৌবনী দলুই, সৌমি দত্ত রায় ও অন্যান্যরা। এই ছবির নামে ইতিহাসের ছোঁয়া থাকলেও, এই গল্প মোটেই ঐতিহাসিক নয় এই ছবির গল্প অবশ্য কোহিনূরকে ঘিরেই। একটি মহামূল্য কোহিনূরকে চুরি করে অন্য জগতের একটি মেয়ে কেমন করে সেই কোহিনূর উদ্ধার হবে, তাই বলবে ছবির গল্প।