পুজো হোক অথবা যে কোনও বিশেষ উৎসব.. এই খুদেদের ছাড়া যেন কোনও বিশেষ দিনই কাটাতে চান না ঋতাভরী চক্রবর্তী



স্বাধীনতা দিবসের দিনটাও, নিজের স্কুলের ছোটদের সঙ্গেই কাটালেন ঋতাভরী চক্রবর্তী



শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, ছুটির দিনের আমেজেই শিশুদের সঙ্গে মিশে গেলেন পর্দার 'ফুল্লরা'।



ঋতাভরী লিখছেন, 'আমার কাছে স্বাধীনতা বলতে, আমার ছোটদের জন্য আরও সুন্দর, আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলা'



ঋতাভরী লিখছেন, 'আমার শিশুদের সঙ্গে, আমার শিশুদের জন্য আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলাই আমার কাছে স্বাধীনতা'



এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছেন, এদিন স্কুলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক। সবাই মিলে পতাকা উত্তোলন করা হয়।



এরপরে সারাদিন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে আয়োজন ছিল খাওয়াদাওয়ারও, মেনুতে ছিল বিরিয়ানি।



গোটা দিনটা ভীষণ মজা করেই কাটিয়েছেন সবাই। ঋতাভরী এই শিশুদেরও খুব প্রিয়, খুব আপন।



কেবল স্বাধীনতা দিবস নয়, দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেই স্কুলের খুদেদের কাছে ছুটে যান ঋতাভরী।