ফ্লোরাল পোশাক, গাঢ় লাল লিপস্টিকে নজরকাড়া কিয়ারা আডবাণী, সঙ্গে সিদ্ধার্থ মলহোত্র সদ্য পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন বলিপাড়ার জনপ্রিয় এই জুটি, দুজনেই ছিলেন ক্যাজুয়াল পোশাকে। বিয়ের পরে সংসার ও কাজ, দুইই সামলাচ্ছেন কিয়ারা, বারে বারে প্রিয় মানুষের প্রতি মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেন তিনি। 'শেরশাহ' ছবি থেকেই আলাপ হয় সিদ্ধার্থ ও কিয়ারার, সেখান থেকেই প্রেম-এরপরে বিয়ে। সদ্য 'সত্যপ্রেম কি কথা' ছবিতে দেখা গিয়েছে কিয়ারাকে, কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর এই ছবি সাফল্য পেয়েছে। বলিউডে কিয়ারা নিজের জায়গা বেশ পাকা করে ফেলেছেন, একের পর এক ছবি রয়েছে তাঁর হাতে। সিদ্ধার্থ মালহোত্র বলিউডে পা রাখেন ২০১২ সালে, 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে সিদ্ধার্থ পালি হিলসে এক বিলাসবহুল বাড়িতে থাকেন, সেই বাড়ি ডিজাইন করেছেন গৌরী খান স্বয়ং। সদ্য কিয়ারাকে একটি নতুন দামি গাড়িও উপহার দিয়েছেন সিদ্ধার্থ