ক্যানসারকে জয় করে এখন সুস্থ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঐন্দ্রিলা, হামেশাই শেয়ার করে নেন তাঁর দিনযাপনের বিভিন্ন ছবি। একবার নয়, ২ বার ক্যানসার আক্রমণ করেছে ঐন্দ্রিলাকে, দীর্ঘদিন কেমোথেরাপি চলেছে তাঁর। কেমোথেরাপির কারণে সুন্দরী অভিনেত্রীর লম্বা একঢাল চুল নষ্ট হয়েছে। শরীরেও পরিবর্তন এসেছিল অনেকটা। তবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই ওজন ঝরিয়ে ফেলেছেন ঐন্দ্রিলা, আর ছোট চুলই এখন তাঁর স্টাইল স্টেটমেন্ট। ক্যানসারকে হারানোর সফরে ঐন্দ্রিলা সবসময় পাশে পেয়েছেন তাঁর পরিবার ও প্রেমিক সব্যসাচীকে। একসময় দীর্ঘদিন ক্যামেরার সামনে আসা বন্ধ করেছিলেন ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় কেবল নিজের ছবি শেয়ার করে নিতেন তিনি। খুব তাড়াতাড়ি অভিনয়ে ফেরবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি একটি ইউটিউব চ্যানেলও চালান ঐন্দ্রিলা। এখন ক্যামেরার সামনে ফিরেছেন ঐন্দ্রিলা, বেশ কিছু ফটোশ্যুটও সেরে ফেলেছেন। অনুরাগীরা চান, ঐন্দ্রিলা আবার স্বমহিমায় ফিরে আসুক পর্দায়, ফিনিক্স হয়ে।