Image Source: pixabay

চট করে ঘুম কাটাতে কিংবা আড্ডার ফাঁকে। যেকোনও সময় পছন্দ কফি।

Image Source: pixabay

তার সঙ্গেই পরিশ্রমের পর ক্লান্তি কাটাতেও জুড়ি মেলা ভার কোল্ড কফির।

Image Source: pixabay

বিভিন্ন রেস্তরাঁ বা ক্যাফেতে সহজেই মেলে এই পানীয়। কিন্তু এটিই আবার বানানো যায় বাড়িতেও।

Image Source: pixabay

কফি পাউডার নিন, সেটা উষ্ণ জলে গুলে নিন প্রথমে।

Image Source: pixabay

এরপর তাতে চিনি দিয়ে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

Image Source: pixabay

ব্লেন্ডারে চালাতেই কিছুক্ষণের মধ্যে ক্রিমের মতো ফেনা হয়ে যাবে। রংটাও অনেকটা হালকা হবে।

Image Source: pixabay

এটার একটি কফি মাগে ঠান্ডা দুধের মধ্যে ওই মিশ্রণ ঢেলে চামচ দিয়ে গুলে নিতে হবে।

Image Source: pixabay

এবার তাতে বরফ দিয়ে দিলেই তৈরি কোল্ড কফি।