সদ্য নতুন ছবি মুক্তি পেয়েছে জয়া আহসানের। ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন জয়া আহসান। প্রচারের আগেে নিজের সাজসজ্জার ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন জয়া, সেখানে নজর কেড়েছে তাঁর স্টাইল স্টেটমেন্ট। প্রিন্টেড সারারা ধরনের পোশাক পরেছিলেন জয়া, পালাজোর সঙ্গে ফ্লেয়ার্ড টপ পরেছিলেন তিনি। কোমরে কড়ির একটি বেল্ট পরেছিলেন তিনি, সেটাই একমাত্র গয়না ছিল জয়ার। খোলা চুলের সঙ্গে কানে বা গলায় কোনও গয়না পরেননি জয়া, হাতও ছিল খালি। মুখের ন্যুড মেকআপের সঙ্গে গাঢ় সেডের লিপস্টিক পরেছিলেন জয়া। কোমরের কড়ির বেল্টই তাঁর হালকা সাজে অন্য মাত্রা যোগ করেছিল। আর মিষ্টি হাসিতে জয়া চিরকালীন মোহময়ী। সোশ্যাল মিডিয়ায় সবুজের মাঝে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধ অনুরাগীরাও। নতুন ছবি 'ঝরাপালক'-এ জয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। তাঁর বিপরীতে দেখা গিয়েছে ব্রাত্য বসুকে। বিনিসুতোয়-ছবির পরে দীর্ঘ বিরতি হয়েছিল করোনার কারণে। এরপর কলকাতায় মুক্তি পেল জয়ার নতুন এই ছবি