ABP Ananda

'কান চলচ্চিত্র উৎসব ২০২২' থেকে ফিরলেন ঐশ্বর্য্য রাই বচ্চন

ABP Ananda

বিমানবন্দরে মেয়ে আরাধ্য্যার সঙ্গে ক্যামেরাবন্দি হন ঐশ্বর্য্য।

ABP Ananda

ব্যাগি জিন্স ও হালকা গোলাপি টপে সেজেছিলেন আরাধ্যা

তবে এদিন প্রশ্ন ওঠে ঐশ্বর্য্যের ঢিলেঢালা পোশাক নিয়ে।

ব্যাগি জিনসের সঙ্গে ঢোলা ফুল হাতা শরীর ঢাকা শ্রাগ পড়েছিলেন ঐশ্বর্য্য।

অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, বেবি বাম্প লুকোতেই কি এমন ঢিলেঢালা পোশাক বেছেছিলেন ঐশ্বর্য্য?

তবে সবটাই অনুমান, ঐশ্বর্য্যর অন্তঃস্বত্তা হওয়ার খবরে শীলমোহর পড়েনি মোটেই।

ঐশ্বর্য্য আরাধ্যার সঙ্গে বিমানবন্দরে দেখা যায় অভিষেক বচ্চনকেও।

মুখে মাস্ক, কালো আর শ্যাওলা রঙের পোশাক বেছেছইলেন তিনিও।

তবে সব পেরিয়ে ঐশ্বর্য্যর বিমানবন্দরের পোশাক দেখে জল্পনা তুঙ্গে উঠেছে।