Image Source: pixabay

লাল আলু বা মিষ্টি আলু সেদ্ধ খাওয়ার চল রয়েছে। ভাজাও খাওয়া হয়।

Image Source: pixabay

শুধু স্বাদই নয়, একাধিক পুষ্টিগুণও রয়েছে মিষ্টি আলুর।

Image Source: pixabay

বহুমাত্রায় ক্যালোরি রয়েছে মিষ্টি আলুতে। রয়েছে ভিটামিনও।

Image Source: pixabay

ভিটামিন এ-র উৎস মিষ্টি আলু। চোখের জন্য উপকারী।

Image Source: pixabay

ডায়াবেটিস থাকলেও এই আলু খাওয়া যায়, এমনটাই বলেন বিশেষজ্ঞদের একাংশ।

Image Source: pixabay

অ্যান্টি ইনফ্ল্যামেটারি পদার্থ থাকে মিষ্টি আলুতে।

Image Source: pixabay

মিষ্টি আলুর পুষ্টিগুণ ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকরী।

Image Source: pixabay

আলসারের সমস্যা থাকলেও উপকার মেলে মিষ্টি আলুতে।

Image Source: pixabay

ফাইবার সমৃদ্ধ এই খাবার হজমপ্রক্রিয়া ভাল রাখে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

Image Source: pixabay

ডিসক্লেইমার: কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতির জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।