কলকাতায় এসে, পর্দার বঙ্গকন্যা আলিয়া ভট্টের মুখে বাংলা ভাষা! আজ 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর সিংহও। পর্দায় তো এই ছবিতে আলিয়া বাঙালি, চট্টোপাধ্যায় পরিবারের মেয়ে। ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। অন্যদিকে রণধাওয়া পরিবারের ছেলে হয়েছেন রণবীর। পর্দায় ফুটে উঠবে এঁদের প্রেমের গল্পই কলকাতা আসবেন বলে, আগেরদিন রাতে নাকি রীতিমতো বাংলা অনুশীলন করেছেন আলিয়া। এদিন আলিয়া ও রণবীরকে স্বাগত জানানোর জন্য হলুদ ট্যাক্সি দিয়ে বানানো হয়েছিল হৃদয়ের চিহ্ন। ছবির আলিয়ার মায়ের ভূমিকায় দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায়কে। এদিন বাংলায় কথা শুরু করেন আলিয়া, বলেন, নমস্কার কলকাতা, কেমন আছো সবাই আজ মুক্তি পেল ছবির নতুন গান, ‘ঢিন্ডোরা বাজে রে’।