ভাই অক্ষত রানাউতের স্ত্রী রিতু রানাউতের সাধের অনুষ্ঠানে একেবারে দেশি লুকে ধরা দিলেন বলিউডের কুইন।

গোলাপী রঙের সিল্ক শাড়িতে এদিন সেজেছিলেন কঙ্গনা রানাউত। সঙ্গে ছিল মানানসই ভারী গয়না।

প্রত্য়েকটি ছবিতে বেশ খোশমেজাজে ধরা দিয়েছেন অভিনেত্রী।

একটি ছবি দেখা যাচ্ছে রিতু রানাউতকে গয়না উপহার দিচ্ছেন অভিনেত্রী।

কঙ্গনা লেখেন,'আজকের অনুষ্ঠানের কিছু বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলাম। আমরা অধীর আগ্রহে ছোট্ট রানাউতে জন্য় অপেক্ষা করছি।'

প্রসঙ্গত, কঙ্গনা পরিচালিত 'ইমার্জেন্সি' মুক্তি পাচ্ছে এবছরই।

এই ছবিতে অন্য়তম মুখ্য় ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। তিনি কঙ্গনার পোস্টে মন্তব্য় করেছেন, “অভিনন্দন! জয় হো!

'ইমার্জেন্সি' ছাড়াও কঙ্গনার ঝুলিতে আছে 'তেজস' এবং 'চন্দ্রমুখী ২'-র মত বিগ বাজেট প্রজেক্ট।

কঙ্গনার এই পোস্ট ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা।