যেমন চর্চায় বারে বারে এসেছে তাঁর অভিনয়ের কথা, তেমনই জলঘোলা হয়েছে তাঁর সম্পর্ক নিয়েও। তাঁর বয়স ৭০ ছুঁইছুঁই হলেও, তিনি চিরসবুজ। বারে বারে চর্চায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও। তিনি রেখা। সম্প্রতি রেখাকে নিয়ে সামনে এসেছে এক নতুন তথ্য যা সবাইকে বেশ অবাক করেছে। ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগরওয়ালের সঙ্গে বিয়ে হলেও, সেই বিয়ের বয়স ছিল মাত্র ৭ মাস। বিয়ের ৭ মাসের মাথায় আত্মহত্যা করেন মুকেশ। এরপর থেকেই নাকি রেখা 'সিঙ্গল' অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি, তবে তাতে শিলমোহর পড়েনি কখনও। সম্প্রতি শোনা যাচ্ছে, তাঁর দীর্ঘদিনের সহকারী ফরজ়ানার সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন তিনি। ফরজ়ানার সঙ্গে নাকি একত্রবাস করেন 'সিলসিলা' অভিনেত্রী। রেখার শোবার ঘরে একমাত্র প্রবেশের অনুমতি রয়েছে ফরজ়ানার। যদিও রেখা বরাবর ফরজ়ানাকে নিজের বোন বলেই দাবি করে এসেছেন। তবু সবজায়গায় রেখার ছায়াসঙ্গী এই ফরজ়ানাই। ভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তাঁর পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নাকি নেন এই ফরজ়ানাই