বরফের সঙ্গে লড়াই, প্রকৃতিকে জয় করার ইচ্ছা। পুজোয় আসছে চান্দ্রেয়ী ঘোষ অভিনীত নতুন ছবি 'মিশন এভারেস্ট'
চান্দ্রেয়ী ছাড়াও এই ছবিতে অভিনয়ে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল ও অন্যান্যদের ।
সুনীতা হাজরার মাউন্ট এভারেস্ট জয়ের অভিজ্ঞতা নিয়ে তৈরি হয়েছে দেবাদিত্য বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'মিশন এভারেস্ট'
বরফের মধ্যে শ্যুটিং, পাহাড়ে দীর্ঘ অভিনয় নেহাত সহজ ছিল না। ট্রেলারের গোটাটায় দেখা যাচ্ছে সেই গল্প।
মাইনাস ২৪ ডিগ্রি টেম্পারেচারে টানা ১৪ ঘণ্টা শ্যুটিং চলত, অসুস্থ হয়ে পড়েছিলেন চান্দ্রেয়ী সহ ইউনিটের অনেকেই।
পর্বতারোহীদের মতো ভারি পোশাক পরে শ্যুটিং করতে হয়েছিল চান্দ্রেয়ীদের, পিঠে থাকত অক্সিজেন সিলিন্ডার।
মাত্র ১টা সংলাপের জন্য কখনও কখনও ৪০ মিনিট পর্যন্ত টানা ট্রেকিং করে ওপরে উঠতে হয়েছিল চান্দ্রেয়ীকে।
নির্জন জায়গায় শ্যুটিং করতে গিয়ে স্নো লেপার্ডের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন চান্দ্রেয়ী।
চান্দ্রেয়ী মাত্র দেড় মাস সময় পেয়েছিলেন নিজেকে এই ছবির জন্য তৈরি করার। নিয়মিত জিম করতে হয়েছিল।
ছবির কাজ শেষ, এখন সবাই বড়পর্দায় দেখার অপেক্ষায় মিশন এভারেস্ট
সমস্ত দেখুন
গোলাপি আভায় ঝলমলে ঋতাভরী
রুদ্রজিৎ-প্রমিতার পুজো প্ল্যান
জলপরী আমনা
অহংকারী হয়ে গিয়েছেন শেহনাজ গিল?