কোথায় গেল সেই মিশকালো মারমেড গাউন? সন্ধে গড়াতেই নিজেকে গাঢ় গোলাপি পালকে ঢাকলেন দীপিকা পাড়ুকোন। মাথার ওপর উঁচু করে বাঁধা মেসি বান, হিরের লম্বা দুল থেকে যেন ঝলকে পড়ছে আলো। কালো, নীল উইঙ্কটড টানা আইলাইনারে অভিনেত্রী অপরূপা, মৃদু হাসিতে নায়িকা আরও রহস্যময়ী। হাতে কালো চামড়ার লম্বা গ্লাভস, পায়ের আধা স্বচ্ছ কালো টাইটস ঢেকে গিয়েছে পেনসিল হিল কালো জুতোয়। অস্কারের সন্ধেয় আয়োজন করা হয়েছিল একটি পার্টির। সেখানে হাজির ছিলেন বলিউডের 'মস্তানি'। তবে অস্কারের মঞ্চে দীপিকাকে অনেক বেশি স্নিগ্ধ দেখিয়েছিল। সন্ধের সাজে দীপিকা মোহময়ী, আকর্ষণীয়, রহস্যময়ী।