জীবনের ৩১টি বসন্ত পার, তবে দেখে বোঝার উপায় নেই বরাবরের মতোই শান্ত-স্নিগ্ধ অভিনেত্রী হংসিকা মোটওয়ানি মঙ্গলবার জন্মদিন পালন হল পাপারাৎজিদের সঙ্গে সাদার উপর গোলাপি ফুল আঁকা শর্ট ড্রেস মানানসই স্টিলেটো পায়ে, দামি ব্যাগ হাতে কাড়লেন নজর নিজেহাতে কেক কেটে খাওয়ালেন পাপারাৎজিদের শিশুশিল্পী হিসেবে হাতেখড়ি, একধাক্কায় পুরোদস্তুর নায়িকা কম কটাক্ষ শুনতে হয়নি, হাসাহাসিও হতো তাঁকে নিয়ে কিন্তু নিজেকে প্রমাণ কের তবেই ছেড়েছেন হংসিকা দক্ষিণী সিনেমায় শুধু পরিচিত মুখ নন হংসিকা আজ তাঁর উপর ভরসা করেন তাবড় পরিচালকরা