আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'রক্ষা বন্ধন'। জোরকদমে চলছে তার প্রচার।

নতুন ছবির প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন 'রক্ষা বন্ধন'ছবির কলাকুশলীরা। অনুরাগীদের সঙ্গে তাঁদের কথাবার্তাও বলতে দেখা যাচ্ছে।

এবার কলকাতায় ছবির প্রচারে এলেন অক্ষয় কুমার এবং 'রক্ষা বন্ধন' ছবির অভিনেতারা।

'রক্ষা বন্ধন' ভাই-বোনের সম্পর্কের গল্প, এই ছবিতে অক্ষয় কুমারের তিন বোন রয়েছে

সদ্যই জানা গিয়েছে, অগ্রিম বুকিং থেকে কত টাকার ব্যবসা করেছে 'রক্ষা বন্ধন'

জানা যাচ্ছে, অক্ষয় কুমারের 'রক্ষা বন্ধন' অগ্রিম বুকিংয়ে ব্যবসা করেছে ৩ কোটি টাকা

চলতি বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের কোনও ছবিই বক্স অফিসে সাফল্য পায়নি, তাঁর দুটি ছবি মুক্তি পেয়েছে চলতি বছর

বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে

আগামী ছবি 'রক্ষা বন্ধন' নিয়ে তাই অত্যন্ত আশাবাদী অক্ষয় কুমার