কিশোর কুমারের কাছের বন্ধু, যথেষ্ট প্রতিভাবান একল ছেলে মারা যান আগেই, অন্য ছেলেও অভিনেতা নিজে অভিনয় করেছেন দীর্ঘ তিরিশ বছর তাও টাইপকাস্ট হয়েই থেকেছেন কেষ্ট মুখোপাধ্যায় জীবনে মদ ছুঁয়ে দেখেননি, তাও মদ্যপের চরিত্রেই বেশি অভিনয় ৯০টিরও বেশি ছবিতে অভিনয়, অথচ বেশি মদ্যপের চরিত্র কেষ্টর অভিনয়ে মুগ্ধ ছিলেন ধর্মেন্দ্র, গানও বেঁধেছিলেন নিজে থেকে বিমল রায়ের কাছে কাজ চাইতে যান কেষ্ট পরিচালক জানান, কার্যত বিরক্তই হন একটু ছবিতে কুকুর চাই বলে জানান, মুহূর্তে ঘেউ ঘেউ ডাক কেষ্টর ঋত্বিক ঘটকের ‘নাগরিক’-এ ছিলেন, দু’জনেই মুক্তি দেখে যেতে পারেননি