পুজো মানেই প্রথমে এই নায়িকার মনে পড়ে, কয়েকটা দিনের টানা ছুটি আর পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা। ইশা সাহার এবারের পুজো কাটবে তেমনভাবেই। বন্ধু আর পরিবারের সঙ্গে সময় কাটিয়ে। পুজোয় ডায়েট মানেন না ইশা, পছন্দ বাঙালি খাবার। এমনিতেই ভাত ভালোবাসেন ইশা। আবাসনের পুজোয় সময় দেবেন ইশা, সঙ্গে পুরনো বন্ধুদের সঙ্গেও আড্ডা দেবেন। এবার পুজোয় ইশার পছন্দ সুতির শাড়ি। কেনাকাটা করেছেন অনলাইনেই। সুতির শাড়ির সঙ্গে ইশার পছন্দ রূপোর গয়না। সেই কেনাকাটাও সেরে ফেলেছেন ইশা। ফ্যাশন ডিজাইনার কিছু বন্ধুদের থেকেও ডিজাইনার শাড়ি কিনেছেন ইশা, পুজোয় পরবেন সেগুলোই। পুজোয় বাবা-মায়ের জন্যেও কেনাকাটা করে ফেলেছেন ইশা। নিজেও উপহার পেয়েছেন শাড়ি। ঠাকুর দেখা খুব একটা পছন্দ করেন না অভিনেত্রী, তাঁর পছন্দ নিজের সঙ্গে সময় কাটানো