সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী, যার সঙ্গে যুক্ত রয়েছেন সুশান্ত সিংহ রাজপুত!



সুশান্তের মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়া ট্রায়াল হয়েছিল রিয়ার, দোষী সাব্যস্ত করা হয়েছিল তাঁকে।



তবে মাদককাণ্ডে জেল হলেও সুশান্তের মৃত্যুর সঙ্গে কোনও সম্পর্ক খুঁজে পায়নি আদালত, খালাস পান রিয়া।



সুশান্তের মৃত্যুর পরে তাঁকে ডাইনি ও কালো যাদু জানা মহিলা বলে অভিহিত করা হয়েছিল রিয়াকে।



রিয়া বলছেন, ডাইনি ডাকটা আমার পছন্দ কারণ, এই শব্দটি বিশেষ কিছু মহিলাদের সম্পর্কে বলা হত।



রিয়ার দাবি, ডাইনি সেইসব মহিলাদের বলা হত যাঁরা পুরুষতন্ত্রের কাছে মাথা নোয়ায় না।



রিয়া বলছেন, 'আমায় বলা হয়েছিল আমি কালো যাদু জানি, ডাইনি। হয়তো আমি তাইই।'



বর্তমানে নিজের স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন রিয়া। একটি শোয়ের সঙ্গে যুক্তও রয়েছেন তিনি।



রিয়ার মতে, তিনি পুরুষতন্ত্রের কাছে মাথা নোয়াননি বলেই তাঁকে ডাইনি বলে দাগিয়ে দেওয়া হয়েছিল।



সুশান্তের প্রাক্তন প্রেমিকা ছিলেন বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী