কোটি কোটি টাকার প্রস্তাব পেলেও ফিরিয়ে দেন বাকিরা লোভের ফাঁদ এড়াতে না পেরেই বিপদে পড়েছেন! মহাদেব বেটিং অ্যাপ নিয়ে ফের বলিউডকে নিশানা কঙ্গনা রানাউতের সোনু সুদ, সোনাক্ষী সিনহা থেকে সানি লিউনির নাম উঠে এসেছে মহাদেব বেটিং অ্যাপের বিজ্ঞাপনে তাঁদের দেখা গিয়েছিল তাতেই ফের একবার বলিউড তারকাদের তীব্র কটাক্ষ করলেন কঙ্গনা জানালেন, এক বছরে ছ'বার বিজ্ঞাপনের অফার পান কিন্তু বিবেকের ডাকে সাড়া দিয়ে কোটি কোটি টাকার প্রস্তাব ফেরান তিনি শুুধরে যাও, নইলে শোধরানো হবে, বলে দিলেন হুঁশিয়ারিও