সাদা শাড়ির সঙ্গে মানানসই গয়না, আলগা বাঁধা খোঁপা, সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে কৌশানী মুখোপাধ্যায়ের এই লুকের ছবি। সাদা স্বচ্ছ নেটের ভরাট কাজ করা শাড়ি পরেছেন কৌশানী। ব্যাকলেস টপে আবেদনময়ী নায়িকা। সাদা রঙকেও ঝলমলে করে তুলতে ভারি গয়না পরেছেন কৌশানী। গলায় বড় চোকার আর কানে রয়েছে ভারি দুল। চুল পাফ করে আলগা খোঁপা বেঁধেছেন নায়িকা। মুখে চারিদিকের এলোমেলো চুল যেন তাঁর সৌন্দর্য্য বাড়িয়েছে কয়েক গুণ। চোখে গাঢ় মেকআপের সঙ্গে মানিয়ে বাকি মুখের মেকআপ ন্যুড রেখেছেন নায়িকা। এখানে আবার অন্য লুক। পাশ্চাত্য পোশাকের ক্ষেত্রেও সাদায় ঝলমলে কৌশানী। পোশাকের সঙ্গে মানানসই জুতো। যে কোনও সাদা পোশাকের সঙ্গেই ভারি গয়না ও গাঢ় মেকআপে সাদাও হয়ে উঠতে পারে জমকালো। আপনিও ট্রাই করতে পারেন এই সাজ।