বিখ্যাত মায়ের মেয়ে তিনি, কিন্তু সেই পরিচয়ই কি সব! তাই নিজের মর্জিতেই চলেন অভিনেত্রী জাহ্ণবী কপূর তিনি কি পোশাক পরেন, ব্লাউজের দৈর্ঘ্য-প্রস্থই বা কত হটপ্যান্টের ঝুল কত হলে ভাল, মতামতের অভাব নেই কিন্তু কোনও সমালোচনারই পরোয়া করেন না জাহ্ণবী নিজের পছন্দের পোশাকেই সর্বদা দেখা যায় তাঁকে কখনও একেবারে কুল অ্যান্ড ক্যাজুয়াল লুকে ধরা দেন কখনও আবার সাহসী পোশাকে উষ্ণ তাঁর উপস্থিতি শনিবারও মুম্বইয়ে দেখা মিলল, ডেনিম হটপ্যান্ট, সাদা ক্রপ টপে চোখে ছিল কালো সানগ্লাস, একেবারে ঝকমকে উপস্থিতি