সদ্য মুক্তি পেয়েছে শ্রীলেখা মিত্র, শিলাজিৎ মজুমদারের নতুন ওয়েব ফিল্ম 'ভূতে বিশ্বাস করেন?' -এর ট্রেলার। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শ্রীলেখা ও শিলাজিৎ। অভিনেতা একজন চিত্রপরিচালকের চরিত্রে অভিনয় করছেন। অজিতাভ ভরত পরিচালিত এই ছবিতে দেখা যাবে কুশল চক্রবর্তীকেও। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। ছবিতে কেবল ভূত নয়, রয়েছে সম্পর্কের গল্পও। শিলাজিৎ -এর চরিত্র একজন চিত্রপরিচালকে। তিনি মৃণাল সেনের ভক্ত। ট্রেলারের শুরুতে শিলাজিৎকে রহস্যময় মনে হলেও, রহস্য রয়েছে শ্রীলেখাকে ঘিরেও। সেই রহস্য স্পষ্ট হয় তাঁর হাতের অস্ত্রে। ভূতে বিশ্বাস করা বা না করা, এক প্ল্যানচেটের গল্প, সব মিলিয়ে এই ছবি ভয় ধরাতে পারে দর্শকদের মনে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী মোজোপ্লেক্স ওয়েব প্ল্যাটফর্মে আসছে এই ছবি। এখনও ঘোষণা হয়নি মুক্তির তারিখ।