কালো পোশাকের সঙ্গে হালকা সাজ, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন মধুমিতা। কালো পোশাকের সঙ্গে খোলা চুল, ন্যুড মেকআপ, মধুমিতার এই ছবি মনে ধরেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় আজ কালো পোশাকে ছবি ভাগ করে নিয়েছেন মিমিও। তবে তাঁর সাজের ধরন ছিল অন্যরকম। সদ্য মুক্তি পেয়েছে মধুমিতার ছবি 'কুলের আচার', এরপরেও হাতে একাধিক কাজ রয়েছে মধুমিতার। পোশাকের সঙ্গে বিশেষ কোনও গয়না পরেননি মধুমিতা, কেবল হাতে ছিল কালো ঘড়ি। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় কালো প্যান্ট আর ক্রপটপ পরে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন মিমি চক্রবর্তী। চুল ব্যাক ব্রাশ করে খোঁপা বেঁধেছেন মিমি, কালো ক্রপ টপের ওপর একটি স্লিভলেস জ্যাকেট পরেছেন তিনি। চোখে গাঢ় মেকআপ করেছিলেন মিমি, গয়নার মধ্যে কানে সোনালি দুল পরেছিলেন কেবল। কালো পোশাকে দুই নায়িকার মধ্যে কে বেশি উজ্জ্বল বেছে নিন আপনিই।