কাজের ব্যস্ততা থেকে একটু ফুরসত নিয়েই ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন বাংলা ইন্ডাস্ট্রির রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। দুবাই-এর খুঁটিনাটি ছবিতে ভরছে দুই তারকার ইনস্টাগ্রাম। একে অপরের সঙ্গে মজা করেই সময় কাটাচ্ছেন জুটি। শহরের রাস্তায় কখনও কার্টুন চরিত্রদের সঙ্গে আবার কখনও নিছক গানের সঙ্গে মজেছেন কৌশানি। হাতে একাধিক ছবি রয়েছে বনি ও কৌশানির। সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি অন্তর্জাল এরপর তাঁদের হাতে রয়েছে একাধিক ছবি যেমন 'শুভ বিজয়া', 'ডাল বাটি চুরমা চচ্চড়ি' ও 'রাতের শহর'। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়ে ছোটবেলার কথা লিখেছেন বনি-কৌশানী। ছুটি কাটিয়ে ফের কাজে ফিরবেন বনি-কৌশনী। আরও অনেক ছবির শ্যুটিং অপেক্ষা করছে যে। সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল, সম্পর্কে চিড় ধরেছে বনি ও কৌশানীর। তবে সেই সমস্যা পেরিয়ে ফের একসঙ্গে যুগল। বনি-কৌশানীকে ফের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরাও।