তিলোত্তমায় তাপসী পান্নু। নতুন ছবি দোবারা-র প্রচারে আজই কলকাতায় এসেছেন তাপসী, সঙ্গে একতা কপূর ও পাভেল গুলাটি।

আজ কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

আজ কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'।

কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি-তে প্রচারে গিয়েছিল টিম 'দোবারা'। সেখানেও মানুষের ভালোবাসা পেয়েছেন তারকারা।

আগামীকাল সকালে কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দেবেন তাপসী, একতা ও পাভেল। ছবি মুক্তির দিন শুরু হবে কালীঘাটে, মা কালীর আশীর্বাদ নিয়েই।

এর কিছুদিন আগেই কলকাতায় এসেছিলেন তাপসী। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি শাবাশ মিতু ছবির মুখ্যভূমিকায় ছিলেন তাপসী।

ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কশ্যপ, ছবির অন্যতম প্রযোজক একতা কপূর

অন্ধকার আর গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়েই কেটে যায় ছবির ট্রেলার, রেখে যায় বহু প্রশ্ন যা দর্শককে টেনে নিয়ে যাবে প্রেক্ষাগৃহে।