ABP Ananda


৫ বন্ধুর গল্প নিয়ে হাজির নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'


ABP Ananda


ধারাবাহিকে মুখ্যচরিত্রে দেখা যাবে মানালি দে-কে। তাঁর চরিত্রের নাম শিমুল।


ABP Ananda


শশ্বুড়বাড়িতে এসে মনের কথা বলার জন্য কাউকে পায় না শিমুল, তাকে বুঝতে চায় না বাড়ির মানুষেরাও।


ABP Ananda


শেষে শিমুলের হাত ধরে পাড়ার চার বন্ধু, তারাই হয়ে ওঠে মনের কথা বলার সঙ্গী।


ABP Ananda


মানালি বলছেন, 'খোলা মনে কথা বলতে পারলে আর অবসাদ থাকে না।'


ABP Ananda


মানালি বলছেন, 'মনের কথা বলার জন্য অনেক সময় পরিবারের থেকেও কাছের হয়ে ওঠে বন্ধুরাই'


ABP Ananda


ধারাবাহিক শুরুর আগে লেক কালীবাড়িতে পুজো দিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ধারাবাহিকের সবাই


ABP Ananda


এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ও