৫ বন্ধুর গল্প নিয়ে হাজির নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকে মুখ্যচরিত্রে দেখা যাবে মানালি দে-কে। তাঁর চরিত্রের নাম শিমুল। শশ্বুড়বাড়িতে এসে মনের কথা বলার জন্য কাউকে পায় না শিমুল, তাকে বুঝতে চায় না বাড়ির মানুষেরাও। শেষে শিমুলের হাত ধরে পাড়ার চার বন্ধু, তারাই হয়ে ওঠে মনের কথা বলার সঙ্গী। মানালি বলছেন, 'খোলা মনে কথা বলতে পারলে আর অবসাদ থাকে না।' মানালি বলছেন, 'মনের কথা বলার জন্য অনেক সময় পরিবারের থেকেও কাছের হয়ে ওঠে বন্ধুরাই' ধারাবাহিক শুরুর আগে লেক কালীবাড়িতে পুজো দিয়ে আশীর্বাদ নিয়েছিলেন ধারাবাহিকের সবাই এই ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়ও