মনামী ঘোষের দুধ সাদা গাউনে ফুটে উঠছে গল্প কথা। মাধ্যম, বাংলার পটচিত্র। তুলির টানে, রঙে রঙে ফুটে উঠেছে এক ছবি, পালকি করে বিয়ে করতে চলেছে দুই মাছ, আর সেই পোশাক পরে ঝলমল করছেন মনামী ঘোষ সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় মনামী যে ছোট্ট ভিডিও শেয়ার করেছেন, সেখানে তাঁর দুধসাদা গাউনে ফুটে উঠেছে পটচিত্রের নিখুঁত কাজ। পটশিল্পীদের কাজ প্রচারে আনার জন্যই এই বিশেষ উদ্যোগ নিয়েছেন মনামী ঘোষ মেদিনীপুরের পিঙলার পটচিত্র বিখ্যাত। এই পটচিত্রকেই গাউনে আঁকিয়েছেন মনামী। রামায়ণ, মনসামঙ্গল সহ বিভিন্ন কাব্যকে তুলির টানে ফুটিয়ে তোলা হয় পটচিত্রে। আর এগুলোর মধ্যে খুব জনপ্রিয় হল মাছের বিয়ে। মনামীর গাউনে ফুটিয়ে তোলা হয়েছে এই মাছের বিয়ের ছবিই। রঙিন গাউনে অপরূপা মনামী এই প্রথম নয়, মনামী বিভিন্ন পোশাক সমান সাবলীলভাবে পরেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছিল মনামীর গাঢ় মেরুন ভেলভেট গাউন