পাশ্চাত্য পোশাক নয়, সোশ্যাল মিডিয়ায় অচেনা সাজে ধরা দিলেন নুসরত
আজ সোশ্যাল মিডিয়ায় শাড়ি পরে একগুচ্ছ ছবি আপলোড করেছেন নুসরত
নুসরতের নতুন রুপে মুগ্ধ অনুরাগীরা
ফ্যাশানিস্তা নুসরতের স্টাইল স্টেটমেন্ট হিসেবে শাড়ি বেছে নেওয়া নতুন নয়।
সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে আপাতত দিল্লি গিয়েছেন নুসরত জাহান
শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লি গিয়েছেন মিমি চক্রবর্তীও।
তবে গত বছরের মত দুই বান্ধবীর সেলফির দেখা মিলল না সোশ্য়াল মিডিয়ায়
শাড়ির সঙ্গে মানানসই কপালে টিপ ও খোলা চুলে সেজেছিলেন নুসরত
ছবি ক্যাপশানেও ভালো থাকার কথা লিখলেন নুসরত জাহান
তসররঙা শাড়ি ও ফুল হাতা ব্লাউজে নুসরতের দিক থেকে চোখ ফেরানো দায়