মায়ের সঙ্গে ট্যুইনিং

পূজা-কুণালের বিয়েতে মায়ের সঙ্গে ট্যুইনিং ছোট্ট কৃশিবের।

বন্ধুদের নিয়ে গোয়া পাড়ি

বিয়ের অনুষ্ঠান করতে আত্মীয় ও বন্ধুদের নিয়ে গোয়ায় পাড়ি দিয়েছিলেন পূজা ও কুণাল।

হলুদ শাড়িতে গায়ে হলুদ

গায়ে হলুদের দিন সকালে পুজার স্টাইল স্টেটমেন্ট ছিল লাল পাড় হলুদ শাড়ি।

'জলদি হলদি'

সোশ্যাল মিডিয়ায় গায়ে হলুদের ছবি শেয়ার করে পূজা লেখেন, 'জলদি জলদি হলদি লাগা লো'

বাঙালি মতে বিয়ে

আইনি বিয়ে হলে গেলেও পূজার শখ ছিল তিনি সামাজিক বিয়ে করবেন সমস্ত নিয়ম মেনে।

করোনার জেরে স্থগিত বিয়ে

এক বছর আগে আইনি বিয়ে সেরেছিলেন পূজা-কুণাল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গিয়েছিল সামাজিক বিয়ে।

মেহেন্দির রং

রবিবার রাতেই পূজার হাতে লেগেছে মেহেন্দির রঙ।

বিয়ের আগের রাতে পার্টি

গোয়ার সাগরতীরে সারা সন্ধেয় নাচে গানে জমে ওঠে পূজা-কুণালের পার্টি।

'মুঝসে শাদি করোগি'

মেহেন্দিতে জমিয়ে নাচলেন পূজা, কুণাল গাইলেন, 'মুঝসে শাদি করোগি'